যশোরের ভবদহ অঞ্চল আবারও ভয়াবহ জলাবদ্ধতায় বিপর্যস্ত হয়ে পড়েছে। জুলাইয়ের টানা বৃষ্টিপাত ও নদী-খালের নাব্যতা হ্রাসে ৫২টি বিল প্লাবিত হয়ে অভয়নগর, মণিরামপুর, কেশবপুরসহ খুলনার কয়েকটি উপজেলার দেড় শতাধিক গ্রাম পানির নিচে ডুবে গেছে। ফলে প্রায় পাঁচ লাখ মানুষ মানবেতর জীবনযাপন করছে।
স্থানীয়রা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অব্যবস্থাপনা ও দুর্নীতিকে দায়ী করে স্থায়ী সমাধানের দাবি তুলেছেন। গত এক দশকে ভবদহ প্রকল্পে প্রায় ১২৫০ কোটি টাকা ব্যয় হলেও কোনো কার্যকর সমাধান মেলেনি বলে অভিযোগ তাদের।
বিশেষজ্ঞরা টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) পদ্ধতিকে একমাত্র টেকসই সমাধান হিসেবে দেখছেন। অতীতে বিলখুকশিয়ায় এর সফল প্রয়োগের উদাহরণও রয়েছে।
পাউবো জানায়, নদী-খাল খননে ১৪০ কোটি টাকার প্রকল্প অনুমোদনের অপেক্ষায় আছে। তবে ক্ষতিগ্রস্ত মানুষ বলছেন, প্রতিশ্রুতি নয়— এখন প্রয়োজন স্বচ্ছতা, জবাবদিহিতা ও দ্রুত পদক্ষেপ।